আরও ৯০০ পরিবারকে মেয়র তাপসের ঈদ উপহার পৌঁছে দিলেন যুবলীগনেতা মধু

0
1111

::জোছনা মেহেদী::
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে আরও ৯০০ পরিবারকে ত্রাণ ও ঈদ উপহার দেওয়া হয়েছে। গতকাল দক্ষিণ যুবলীগ সহ-সভাপতি আগম্মদ উল্লাহ মধু এই সব সামগ্রী বিতরণের নেতৃত্ব দেন। এ সময় তিনি বলেন, এক দিন বাদেই ঈদ। ঈদে সবাই ঘরে স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘরের আনাচে কানাচে, ছাদে- যেসব জায়গায় পানি জমে থাকতে পারে, সেই সব জায়গা পরিচ্ছন্ন রাখুন। করোনা পরিস্থিতির মধ্যে কোনভাবেই যেন এডিস মশার বিস্তার না ঘটে সেদিকে আমাদেরকেই নজর রাখতে হবে।’
মধু বলেন, ‘আমাদের মেয়র আপনাদের পাশে আছেন। তিনি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাবতীয় নির্দেনা বাস্তবায়ন করতে প্রথম দিন থেকেই কাজ শুরু করেছেন। আমাদের দক্ষিণ সিটি হবে সব সিটির জন্য রোল মডেল। সেজন্য প্রয়োজন আমাদের সচেতনতা।’
বংশাল থানা ও শাহাবাগ থানার ৩৪ ও১৩ নং ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে ত্রাণসামগ্রী ও খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন বংশাল থানা ৩৪ নং ওয়ার্ড সভাপতি নাসিরুল্লা ওয়ালিদ, স্থানীয় কাউন্সলর মোসা. শাহিনুর, ১৩ নং ওয়ার্ড কাউন্সলর আলহাজ্ব এনামুল হক আবুল, যুবলীগ দক্ষিণ মহানগর সহ-সভাপতি আবু সাঈদ মোল্লা, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন তপু, আওয়ামী লীগের ধর্মবিষায়ক উপ-কমিটির সদস্য এ কে আজাদ সরকার, দক্ষিণ মহানগর যুবলীগের সহসম্পাদক মো. ইমরান খান, যুবলীগ নেতা নজরুল ইসলাম বাবু, মাহফুজুর রহমান, মো. রবিউল ইসলাম, মো. হাফিজ প্রমুখ।
ব্যবস্থাপনায় যুবলীগ নেতা এহসানুল আলম প্রিন্স ও পল্টন থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোরশেদ আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here