সরকারি কাজে বাধা দেওয়ায় আওয়ামী লীগনেতা লেনিন আটক

0
417

:: ইলিয়াস হোসেন, সাতক্ষীরা ::
সরকারি কাজে বাধা দেওয়ায় সাতক্ষীরায় আওয়ামী লীগনেতা লেনিন আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ৩ টার দিকে শ্যামনগর থানা পুলিশ তাকে আটক করে। অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামিরের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয় বলে জানানো হয়।
জানা যায়, পুলিশের হাতে গ্রেফতার জি. এম শফিউল আযম লেনিন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি গাবুরা গাইন বাড়ি গ্রামে মৃত নওশের আলম গাইনের ছেলে।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, ঘূর্ণিঝড় উপলক্ষে গাবুরায় পুলিশের সরকারি কাজে বাধা প্রদানসহ সরকারের নীতির কঠোর সমালোচনা করার অভিযোগে তাকে আটক হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here