টিক্লু ভাই যে ভাবে ক্রস ফায়ারের আসামি কে বাঁচিয়েছিলেন
– মামুন আজাদ
———————————————————————————————-
টিক্লু ভাইয়ের চোখটা বেশ ফোলা ফোলা লাগছিল। মনে হচ্ছিল তার মনটাও বেশ ফুরফুরা, কেননা হাজার বছরের রের্কড ভেঙে ভাই আজ চায়ের বিল দেওয়ার ঘোষণা দিয়েছেন। অবশ্য শুধু চায়ের বিল !
‘সিগারেট নাকি ইদানিং বেশি ক্ষতি করছে’, বলেই নিজের সিগারেটে কষে টান দিলেন ভাই। আমরা রহস্য কী জিজ্ঞাসা করতেই বললেন, ‘সকাল থেকে একটানা ঘুম বিকাল পর্যন্ত।’ ভ্রু কুচকাতেই রহস্য ভাঙলেন তিনি,‘কাল সারা রাত জেগে, এলাকার ছোট ভাই ট্যারা মাসুদকে র্যাবে নিয়ে গেল। ও তো বিরাট ওয়ান্টেড ! ক্রস হয়েই যাবে ! তোরা তো জানিস এসপি তো আমার পরিচিত ছোট ভাই, ফোন করলাম, বললো জটিল কেস। ওর নাকি হাতে নেই ! শেষতক ডিআইজি হয়ে স্বরাষ্ট্র মন্ত্রিকে ফোন করে ওকে বাঁচাতে বাঁচাতে রাত শেষ !’
আমরা ঢোক গিলে ভাইয়ের দিকে তাকালাম। হঠাত লক্ষ্য করলাম- ভাই আজ তার দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালের মোটর সাইকেলটা আনেনি, জিজ্ঞাসা করতেই ভাই জোরে নিঃশ্বাস ফেলে বললেন, ‘আর বলিস না, গাড়ির কাগজ এখনো করা হয়নি ! ইদানিং পুলিশ খুব ডিস্টার্ব করছে !’
আমি দোকানের সব বিল মিটিয়ে দ্রুত কেটে পড়লাম।