8:17 am |আজ মঙ্গলবার, ১২ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ | ২৬শে জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ
::মেহেদী হাসান::
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওপর নজর ঘোরায় আলোকিত প্রতিদিন। সকাল থেকে সন্ধ্যা অবধি চলে নিরীক্ষা- কোথায় কী ঘটছে? ঠিকাদারদের চলন-বলন ও ভুক্তভোগীদের কাছ থেকে পাওয়া তথ্য সোজা নির্দেশ করে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী বোরহান উদ্দিনসহ কয়েকজনের দুর্নীতির দিকে। এবার আরও তথ্য সংগ্রহের জন্য কাজ চলতে থাকে। ফেব্রুয়ারির ১২ তারিখ নাগাদ প্রমাণ মিলে যায়। ১৫ তারিখ প্রকাশ হয় প্রকৌশলী আসাদুজ্জামান বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়। শিরোনাম ছিল, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন : অতিরিক্ত প্রধান প্রকৌশলীর হরিলুটনামা’। সেই আসাদুজ্জামানসহ দুই জনকে চাকুরিচ্যুত করলেন মেয়র ব্যরিস্টার ফজলে নূর তাপস।
আজ রোববার (১৭ মে) সন্ধ্যায় ডিএসসিসির নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব আকরামুজ্জামান অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারের চাকুরিচ্যুতির বিষয় নিশ্চিৎ করেন। তিনি বলেন, ‘ওনাদের দুজনকে টারমিনেশন করা হয়েছে। চাকরি থেকে অপসারণ করা হয়েছে। সিটি করপোরেশন আইন মোতাবেক, করপোরেশন যদি মনে করে যে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া দরকার, সেক্ষেত্রে তিন মাসের বেতন দিয়ে তাকে বিদায় করে দিতে পারে। এ দুই কর্মকর্তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।
আলোকিত প্রতিদিনে প্রকাশিত সেই সংবাদ
প্রকাশিত সেই সংবাদের বাকি অংশ