অন্যকে নিরাপদ রাখতে নিজে নিরাপদ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন : মেয়র তাপসের ত্রাণ বিতরণকালে যুবলীগনেতা মধু

0
782

::জোছনা মেহেদী::
ঢাকা দক্ষিণ মহানগরের নব নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে শুক্রবার (১৬ মে) গুলবাগ ১২ ওয়ার্ডে ৫০০ পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। দক্ষিণ যুবলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আহমদ উল্লাহ মধুর নেতৃত্বে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে মধু বলেন, ‘সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সচেতনতার সঙ্গে করোনাকে মোকাবেলা করতে হবে। সবাই নিরাপদে সুস্থ থাকতে হবে।’ তিনি বলেন, ‘অপরকে নিরাপদ রাখতে নিজে নিরাপদ থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।’
এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশীদ শুভ্র , মহানগর দক্ষিণ যুবলীগ নেতা এমএকে আজাদ, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন তপু, আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য এ কে আজাদ সরকার, দ্ক্ষিণ মহানগর যুবলীগ সহসম্পাদক মোঃ ইমরান খান, যুবলীগ নেতা নজরুল ইসলাম বাবু, মাহফুজুর রহমান, আহসান উল্লাহ রাসেল, হাজী রফিকুল ইসলাম রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ ব্যবস্থাপনায় ছিলেন, ১২ নং ওয়ার্ড যুবলীগ নেতা সালেহ মাহমুদ এঞ্জেল ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here