স্থগিত হলো ‘মিশন এক্সট্রিম’

0
386

বিনোদন প্রতিবেদক
দুদিন আগেও প্রযোজক-পরিচালক-কাহিনিকার সানী সানোয়ার সিদ্ধান্তে অটল ছিলেন রোজার ঈদেই মুক্তি পাচ্ছে তার আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’। কিন্তু দেশের চলমান পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ায় সিদ্ধান্তে আর অটল থাকা হলো না সংশ্লিষ্টদের। সানী সানোয়ার জানালেন, সিনেমাটি মুক্তির বিষয় স্থগিত করা হলো।
তিনি বললেন, ‘এন্টারটেইনমেন্ট দুনিয়ার জন্য উদ্ভূত পরিস্থিতি একটি বড় ধাক্কা। আর, আমাদের এই ছোট মার্কেটের জন্য তো সুনামি। তারপরও আমাদের ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। সোশ্যাল কাজের ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমার মূল উদ্দেশ্যই ছিল বহু সংখ্যক দর্শকের কাছে নিয়ে যাওয়া। ছবির বার্তাটি সারা দেশে পৌঁছে দেওয়া। সেটা ঈদ হলে ভালো হতো। এখন ঈদে যেহেতু হচ্ছে না, তাই পরে কোনও একটি সুবিধাজনক সময়ে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে। তবে খুব জলদি যে সে সময়টা আসছে না, সেটি অনুমান করতে পারছি।’
পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরেফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও তাসকিন রহমান। চলতি বছরের শুরুতে ‘মিশন এক্সট্রিম’-এর দুই পর্বের শুটিং শেষ হয়।
কপ ক্রিয়েশনের ব্যানারে সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ্ত দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।
‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে। গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here