::সংবাদদাতা, গাইবান্ধা থেকে::
বেশি বেশি করোনাভাইরাস পরীক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ ২৫ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সিপিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে নেতাকর্মীরা সিভিল সার্জন কার্যালয় চত্ত¡রে এই কর্মসূচি পালন করে। মানববন্ধনে শারীরিক দূরত্ব বজায় রাখতে ছাতা ব্যবহার করা হয়।
‘বেশী করে করোনা টেস্টের ব্যবস্থা কর, চিকিৎসা দাও, মানুষ বাঁচাও’ এ শ্লোগানে গত ১১ মে সোমবার দুপুুর ১২টায় একঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও গাইবান্ধা শাখার জেলা সভাপতি মিহির ঘোষ, জেলা সাধারণ স¤পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সম্পাদকমন্ডলীর সদস্য মাহমুদুল গনি রিজন, জাহাঙ্গীর মাস্টার প্রমুখ। বক্তারা বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ভয়াবহতা নিয়ন্ত্রণে রাজনীতি না করে চিকিৎসকসহ সকল পেশাজীবী সংগঠন, সকল রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবি জানান। বক্তারা আরও বলেন করোনাভাইরাসের মহামারী প্রতিরোধে জেলায় জেলায় করোনাভাইরাস পরীক্ষার ল্যাব স্থাপন করে পর্যাপ্ত পরীক্ষার ব্যবস্থা করতে হবে। তা না হলে আগামীতে ভয়াবহ মহামারীর কাছে যুদ্ধ না করেই পরাজিত হতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে চিকিৎসক, সেবিকা, আয়া, পরিচ্ছন্নতাকর্মী, সেনাবাহিনী, পুলিশ গণমাধ্যমকর্মীসহ সংশি¬ষ্ট সকলের জন্য পর্যাপ্ত পিপিইসহ সব ধরনের স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রীর ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানান বক্তাগণ। মানববন্ধন শেষে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী বরাবর সিপিবি কেন্দ্রীয় কমিটির ২৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি সিভিল সার্জন আবু হানিফ এর কাছে হস্তান্তর করেন।
করোনাভাইরাস: বেশি পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিতের দাবিতে গাইবান্ধায় সিপিবির মানববন্ধন
-Advertisement-
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -