ভালো নেই তাঁত শিল্পের কারিগরেরা। একদিকে অঘোষিত লোকডাউনে যেমন ক্রেতা, ব্যবসায়ীরা আসে না অন্যদিকে সূতাসহ সব কিছুর দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন মহাজনেরা। এদিকে কিছু কিছু তাঁত চললেও শ্রমিকদের ঠিক সময়ে মুজুরি দিতে পারছেন না মহাজনেরা। ফলে মহাজন ও তাঁতের শ্রমিকেরা মানবেতর জীবন যাপন করছেন। ছবিটি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ি এলাকা থেকে তোলা। - আলোকিত প্রতিদিন