দীর্ঘদিনের ফাঁকা রাস্তায় ফের ফিরছে পুরাতন চিত্র

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

করোনার প্রভাবে দীর্ঘ দিন ফাঁকা থাকা সড়কের মোড়ে মোড়ে ফের ফিরতে শুরু করেছে পুরাতন চিত্র। সীমিত আকারে ব্যবসায় প্রতিষ্ঠান, অফিস খুলে যাওয়ায় তৈরি হচ্ছে যানজটও। রংপুর নগরীর সিটি বাজারের সামনে আজ দেখা মেলে এমনই চিত্র।
দীর্ঘ দেড় মাসের অঘোষিত লক ডাউনের পর রংপুরে ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য। জীবনজীবিকার তাগিদে কর্মস্থলে ছুটছেন মানুষ। আর রাস্তায় নেমেছেন এতদিন ঘরে বন্দি থাকা রিক্সা-ভ্যানচালকরাও। অটো টেম্পুও দেখা মিলেছে কোথাও কোথাও। তবে হঠাৎ শীথিলতায় বিরুপ প্রতিক্রিয়া পড়তে পারে বলেও অভিযোগ কারও কারও। অফিসগামী কয়েকজন বলেন, ‘আমাদেরকে অফিসে যেতেই হচ্ছে। এর মধ্যে সীমিতর নামে গণহারে মানুষ বাইরে বের হতে শুরু করেছে। এতে আমরা আর নিরাপদ নই। নিরাপদ থাকতে পারছেন না ঘরে থাকা বয়স্করাও। কারণ, আমাদেরকে ঘরে ফিরতে হচ্ছে। এত মানুষ আশে পাশে থাকায় আমরা খুবই অসংরক্ষিত, অনিরাপদ।’
বাজারে উপস্থিত লোকজনদের জিজ্ঞেস করলে তারা বলেন, ‘প্রয়োজনেই ঘর থেকে বের হতে হয়েছে।’
নগরীর কোথাও কোথাও পোশাকের দোকানেও বেশ লোকের আনাগোনা লক্ষ করা গেছে। তবে কোথাও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। কোন কোন দোকানে হ্যন্ডসেনিটাইজারের নামে ডেটল বা স্যাভলন জাতীয় দ্রব্যের সঙ্গে পানি মিশিয়ে রাখতে শোনা গেছে। আর অধিকাংশ সেটাও করেনি বলে অভিযোগ ক্রেতাদের।

- Advertisement -
- Advertisement -