::জোছনা মেহেদী::
ধানমন্ডি ও ১৫ নম্বর ওয়ার্ডে ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরন করেছেন যুবলীগের ঢাকা দক্ষিণ সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ উল্লাহ্ মধু। নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে বিত্তবানদের উদ্দেশ্যে মধু বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের মানুষের প্রতি সর্বদা নজর রেখেছেন। বিত্তবানদেরকে জনগণের পাশে থাকতে আহ্বান জানানো হয়েছে। আমাদের নেতা মাননীয় মেয়র দেশের এই ক্রান্তি লগ্নে সব শ্রেণিপেশার মানুষের খোঁজ নিচ্ছেন। তিনি নিভৃতিতে থেকে আমাদের মাধ্যমে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। আসুন, আমরা যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়ায়।’ বিভিন্ন উষ্কানীমূলক অপপ্রচার সম্বন্ধে তিনি বলেন, ‘এখন সময় মানুষকে ভালোবাসার। এখন কে কী বললো তা দেখার বা বোঝার সময় না। মানুষের মুখের হানি তার ঠোঁটে ধরিয়ে রাখার দায়িত্ব আমাদেরই। তবে যারা অপপ্রচার চালিয়ে ত্রাণ কার্যক্রম ব্যহত করতে চাইছে, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। তাদেরকে মনে রাখতে হবে- চালচোরদের মত তাদেরও পরিণতি ঘনিয়ে আসছে। অসাদু এসব ব্যক্তিদের সব তথ্য আমাদের কাছে আছে। সময় হলেই তা সবাইকে জানানো হবে।’
আজ ত্রাণ বিতরণকালে আহাম্মদ উল্লাহ্ মধুর সঙ্গে ছিলেন মহানগর দক্ষিণ যুবলীগ নেতা এমএকে আজাদ, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি যুবলীগ নেতা ইসমাইল হোসেন তপু, ধানমন্ডি ওয়ার্ড যুবলীগ সভাপতি হরি ও সাধারণ সম্পাদক ফারহান কবীর তন্ময় ও ১৫ নং ওয়ার্ড যুবলীগ সাংগঠনিক সম্পাদক হেজাজ আলম, নজরুল ইসলাম বাবু, আহসান উল্লাহ রাসেল প্রমুখ।