আজ সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ ।   ৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

মেয়র তাপসের পক্ষে বাসাবো এবং শাহজাহানপুরে ত্রাণ দিলেন যুবলীগ নেতা মধু

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

:: জোছনা মেহেদী::
করোনাভাইরাস দুর্যোগকালীন লক ডাউন সময়ে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন থানা ও ওয়ার্ডে গরিব অসহায় পরিবারকে নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের সহযোগিতা অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার (৫মে) ৪ ও ১১ নম্বর ওয়ার্ডে ৫০০ পরিবারের মাঝে এই সহযোগিতা প্রদান করা হয়। মেয়র তাপসের পক্ষে দক্ষিণ যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ উল্লাহ্ মধু বাসাবো এবং শাহজাহানপুরের ৩০০ পরিবারকে ত্রাণ ও ২০০ পরিবারকে খাদ্য বিতরণ করেন।
ত্রাণ বিতরণের সময় সামাজিক দূরত্ব ও সর্বাধিক নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। ত্রান সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেল, পেয়াজ, লবণ, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য।
ত্রাণবিতরণকালে উপস্থিত ছিলেন, মহানগর দক্ষিণ যুবলীগ নেতা এমএকে আজাদ, সাবেক সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ইসমাইল হোসেন তপু, যুবলীগ নেতা তান কাশেম দ্বীপ, মো. নজরুল ইসলাম বাবু, মাহফুজুর রহমান, এনামুল হক হিল্টন, হাজী রফিকুল ইসলাম রুবেল, নাজমুল ইসলাম রাসেল।
আরও উপস্থিত ছিলেন শাহাজাহানপুর থানা আওয়ামীলীগ সভাপতি আব্দুল লতিফ, সাবেক কাউন্সিলর হামিদুল হক শামীম, রাশেদুল আলম রিংকু, মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম মিনার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মো. সাইফুল ইসলাম সায়মন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদ হাসান শামীম, যুবলীগকর্মী পিন্টু , মুন্না তুহিন, শামিম খান প্রমুখ।
ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ত্রাণ বিতরণকালে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ উল্লাহ মধু জানান, ‘আমার নেতা আমার অভিভাবক ঢাকার নব নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সব সময় আপনাদের পাশে আছে থাকবে। তার নির্দেশে আমরা ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বিত্তবাণদের উচিৎ বৃহৎ পরিসরে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।’

- Advertisement -
- Advertisement -