:: বিনোদন ডেস্ক::
পুত্র সন্তানের মা হলেন টালিগঞ্জের অভিনেত্রী কোয়েল মল্লিক। কলকাতার পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ভোর পাঁচটায় তার সন্তানের জন্ম হয় বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
কোয়েলের বাবা রঞ্জিত মল্লিক বলেন, ‘লকডাউনে এর থেকে খুশির খবর আর কী হতে পারে। সন্তান ও মা দুজনেই ভাল আছে।’
২০১৩ সালে নিসপাল সিং ও কোয়েল মল্লিক বিয়েবন্ধনে আবদ্ধ হন; এটিই তাদের প্রথম সন্তান। বিয়ের পর অভিনয়ে সাময়িক বিরতি নিলেও সম্প্রতি আবারো অভিনয় শুরু করেন। ‘মিতিনমাসি’ চলচ্চিত্র মুক্তির পর জানা যায় তিনি মা হতে চলেছেন। ২৮ এপ্রিল ছিল তার জন্মদিন; তার কয়েকদিন পরেই পৃথিবীতে এলো সন্তান। পুত্রের নামকরণ নিয়ে এখনও কোনো তথ্য দিতে পারেনি ভারতীয় গণমাধ্যমগুলো।
২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাটের গুরু’ চলচ্চিত্রের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে ভাবনীপুরের মল্লিক পরিবারের মেয়ে কোয়েলের।সৃজিত মুখোপাধ্যায়ের ‘হেমলক সোসাইটি’ চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদেরও প্রশংসা পান। ১০ এপ্রিল তার চলচ্চিত্র ‘রক্ত রহস্য’ মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু লকডাউনের কাছে তা পিছিয়ে গেছে।