নিকারাগুয়ার কবি রুবেন দারিওর কবিতা : অপঘাতের সম্ভাবনাময় অদৃষ্ট

0
1338

অপঘাতের সম্ভাবনাময় অদৃষ্ট
[রূপান্তর : মঈনুস সুলতান]

সুখে আছে বৃক্ষ অতি সামান্য তার অনুভূতি
পাথরকে দেখায় সুখী-সংবেদন নেই তার একবারে,
যদিও ছড়ায় সে বর্ণাঢ্য দ্যুতি;
বেঁচে থাকার চেয়ে
নেই বড় কোনো বেদনা – নেই কোনো দহন,
কোনো বোঝাই ভারী নয় – সচেতন জীবনের চেয়ে
ঘানি টেনে টেনে করে যেতে হয় সহন।ভবিতব্য সম্পর্কে জ্ঞাত না হয়ে বেঁচে থাকা
পথ খুঁজে না পাওয়া,
কী আছে ভবিষ্যতের গহবরে,
দেহমনে লাগে আতঙ্কের অনিশ্চিত হাওয়া,
এবং আগামী দিনে মৃত্যুবরণ করার ভীতি,
সারা জনমভর বেঁচে থাকার দুর্বিষহ কষ্ট
দুশ্চিন্তার অন্ধকারে সাঁতরানোর রীতি;চলার পথে যা জানি না আমরা
এমনকী সন্দেহও করিনি কখনো,
আমাদের সাময়িক মাংস-মেদ ও মজ্জা
ধারণ করে আছে যে-সুরাময় শোণিত সঘন;
অমেত্ম্যষ্টিক্রিয়ার উপচার নিয়ে
প্রতীক্ষা করে আছে যে-কবর,
গন্তব্য কোথায় জানতে না পারা – তারপর,
কোথা থেকে এসেছি আমরা
সে-বিষয়েও তিমিরে থাকা!
অদৃষ্টের চিত্রপটে আছে কি অপঘাতের প্রতীক আঁকা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here