:: নিজস্ব প্রতিবেদক ::
ঢাকার গুলশানের নতুনবাজার এলাকায় এক ব্যক্তি ওষুধ কিনতে এসে ফার্মেসিতে গিয়ে সেখানেই মারা গেছেন। তার সঙ্গে থাকা চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখে ধারণা করা হচ্ছে, তার হৃদযন্ত্রে সমস্যা ছিল এবং তার ওষুধই কিনতে গিয়েছিলেন তিনি। মৃত ব্যক্তির নাম আব্দুর রশিদ (৪৫), তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। নতুন বাজার এলাকায় একটি কোম্পানিতে নিরাপত্তার কাজ করতেন তিনি।
ভাটারা থানার ওসি মো. মোক্তারুজ্জামান বলেন, ‘বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ওষুধ কিনতে এসে ফার্মেসিতে মারা যান রশিদ।’ তিনি বলেন, ‘দোকানদার জানিয়েছেন ওষুধ কিনতে এসেই ফ্লোরে পড়ে মারা যান রশিদ। রশিদ হার্টের ওষুধ কিনতে এসেছিলেন, তিনি হার্টের চিকিৎসক দেখিয়েছেন, সে রকম প্রেসক্রিপশনও (ব্যবস্থাপত্র) তার সঙ্গে ছিল।’
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে নতুনবাজার একশ ফিটের ‘বিগ-ফার্মায়’ রশিদের মৃত্যুর এই ঘটনাটি দ্রুত সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।তবে রশিদ কোভিড-১৯ আক্রান্ত ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা মোক্তারুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।