:: ব্যুরো প্রধান, ঢাকা ::
করোনাভাইরাস পরিস্থি মোকাবেলায় সর্বদা জনগণের পাশে থাকলে আত্মপ্রকাশ করেছে নতুন একটি সামাজিক সংগঠন। রমজানের প্রথম দিনে ‘মানবিক কমলাপুর’ নামে সংগঠনটি আত্মপ্রকাশ করেই গতকাল শনিবার (২৫ এপ্রিল) জনগণের পাশে দাঁড়িয়েছে। কমলাপুরের অর্ধসহস্রাধিক পরিবারের মধ্যে তুলে দিয়েছে মাহে রমজানের উপহার।
গতকাল সমাজসেবামূলক সংগঠন ‘মানবিক কমলাপুর’ মতিঝিল থানার ৮ নং ওয়ার্ড বৃহত্তর কমলাপুর এলাকায় মধ্যবিত্ত পরিবার ও অসহায় মানুষদের মাঝে রমজানের উপহার পৌঁছে দেয়। এলাকার ৬৫০টি পরিবারের মধ্যে এই উপহার বণ্টন করা হয়।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তারা জানান, ‘রোজদারদের কথা মাথায় রেখে এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।’ এছাড়া আগামীতেও আত্মমানবতার সেবায় তাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা ও উন্নয়নমূলক কাজের পরিকল্পনা আছে বলে জানা যায়।