কক্সবাজারে শতভাগ স্বচ্ছতার সাথে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলো ৬৭ জন

0
98

আবু সায়েম :


“সেবার ব্রতে চাকরি” এ স্লোগানকে সামনে রেখে পর্যটন নগরী কক্সবাজারে শতভাগ স্বচ্ছতার সাথে মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) হিসেবে চাকরিতে চুড়ান্তভাবে নিয়োগ পেয়েছে ৬৭জন ছেলে, মেয়ে।
কক্সবাজার জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে স্বচ্ছতার মাধ্যমে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলে প্রতিক্রিয়া জানিয়েছেন উত্তীর্ণ বাংলাদেশ পুলিশের নতুন সদস্যরা।
শুক্রবার (২৯ নভেম্বর) বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল ( টিআরসি) পদে নিয়োগ ২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
কক্সবাজার জেলার সম্মানিত পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মুহাম্মদ রহমত উল্লাহ পুলিশ লাইন্স ড্রিলশেডে ২৯ নভেম্বর ( শুক্রবার) সন্ধ্যা পৌনে ৭টায় আনুষ্ঠানিক ভাবে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৪ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এসময় তিনি জেলা পুলিশের পক্ষ থেকে উত্তীর্ণদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ফলাফল ঘোষণার সময় নিয়োগ বোর্ডের সদস্য মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ক্রাইম এন্ড অপস্, কক্সবাজার, মোঃ তফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার, খাগড়াছড়ি সার্কেল, খাগড়াছড়ি জেলা, মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার,কাপ্তাই সার্কেল, রাঙ্গামাটি জেলা সহ কক্সবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
কক্সবাজার জেলা পুলিশের তথ্য মতে, কক্সবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবলের ৬৭ টি শূন্য পদের বিপরীতে লিখিত পরীক্ষায় ৫১১ জন অংশগ্রহণ করে তন্মধ্যে ২২৪ জন উত্তীর্ণ হয়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় ২২৪ জন অংশগ্রহণ করে প্রাথমিকভাবে ৬৭ জনকে নির্বাচিত করা হয় এবং ০৭ জনকে অপেক্ষমাণ রাখা হয়।
কক্সবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ উত্তীর্ণ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, চূড়ান্তভাবে উত্তীর্ণদের দেশপ্রেম, সততা, পেশাদারিত্ব ও সেবার মনোভাব নিয়ে পুলিশ বিভাগে চাকরি করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি,কারণ তিনি শতভাগ স্বচ্ছতার সাথে যোগ্য প্রার্থীদের পুলিশ সদস্যে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেছেন।উত্তীর্ণ প্রতিটি ছেলে মেয়ে চাকরির প্রতিটা ধাপ কৃতকার্যের সাথে অতিক্রম করে সফলতার দ্বার উন্মোচন করেছেন।
নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা তাৎক্ষণিক তাদের অনুভূতি ব্যক্ত করেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাওয়ায় তারা আবেগ প্রবণ হয়ে পড়েন ।
নিয়োগ পাওয়া কয়েকজন জানান, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়ে আমরা আনন্দিত । নিজের যোগ্যতায় এবং কক্সবাজার জেলা পুলিশের শতভাগ স্বচ্ছতায় আমরা আজ এই জায়গায় আসতে পেরেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। উত্তীর্ণ পুলিশ সদস্যরা কক্সবাজার জেলা পুলিশের প্রতিও কৃতজ্ঞতা জানান।


আলোকিত প্রতিদিন – ০১/১২/২০২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here