আলোকিত ডেস্ক:
সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজও আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৮ জুলাই সোমবার তাঁতীবাজার মোড়ের পুলিশের ব্যারিকেড ভেঙে গুলিস্তান জিরো পয়েন্টে এসে অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, আমরা আন্দোলনের জন্য মিছিল নিয়ে বের হয়েছি। পুলিশ বার বার আমাদের বাধা দিয়েছে। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডাও হয়েছে। যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি এবং কোটা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আলোকিত প্রতিদিন /০৮ জুলাই-২০২৪ /মওম