মেঘনার রামগতিতে  অজ্ঞাত নারীর ভাসমান লাশ

0
276

একেএম ফারুক হোসেন: গত ১৫ জুন শনিবার রামগতি উপজেলার আলেকজান্ডার বেড়িবাঁধের পাশে, মেঘনা নদীর পূর্ব তীরে ভাসমান একজন অজ্ঞাত নারীর ( ৩০) লাশ উদ্ধার করেছে বড়খেরি নৌ-পুলিশ। উদ্ধারকৃত লাশের সুরতহাল প্রতিবেদনের জন্য লক্ষীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নৌ-পুলিশের সূত্রে জানা যায়, ভোর ৬টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে সংবাদ আসে তাদের আওতাধীন মেঘনা নদীতে একজন নারীর লাশ ভাসছে। উক্ত সংবাদের ভিত্তিতে বড়খেরি নৌ-পুলিশের ইনচার্জ মোঃ ফেরদৌস আহমেদ ও তার সঙ্গীয় এএসআই মোঃ আবদুল খালেকসহ একটি টীম ঘটনাস্থলে গিয়ে  লাশটি উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। এসময় পাড়ে উপস্থিত থাকা স্থানীয় একজন নারী সুফিয়া বেগমের (৪২) সহায়তায় মৃত লাশটির বিভিন্ন দিকের আলামত পরিক্ষা করেন। লাশের মধ্যে আঘাতের কোনো চিহ্ন পরিলক্ষিত না হওয়ায় নদীতে পড়ে মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন। এ বিষয়ে রামগতি থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ইনচার্জ মোঃ ফেরদৌস আহমেদ। শেষ খবর পাওয়া পর্যন্ত অজ্ঞাত নারীর পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। আর তাই পরিচয় সনাক্তের জন্য ডিএনএ ও ভিসেরা সংরক্ষণের আবেদন করা হয়েছে বলে নিশ্চিত করেন ইনচার্জ।

আলোকিত/১৬/০৬/২০২৪/আকাশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here