ফাইনালে উঠবে কে,রংপুর নাকি বরিশাল

0
232
ফাইনালে উঠবে কে,রংপুর নাকি বরিশাল
ফাইনালে উঠবে কে,রংপুর নাকি বরিশাল

ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গী কে? ফরচুন বরিশাল নাকি রংপুর রাইডার্স। এর উত্তর মিলবে আজ রাতেই।মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে বরিশাল এবং রংপুর। সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে। যা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টেলিভিশন। এই ম্যাচের জয়ী দল আগামী ১ মার্চের ফাইনালে কুমিল্লার বিপক্ষে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে। বিপিএলের লিগ পর্ব পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ করেছিল রংপুর রাইডার্স। কিন্তু প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে যায় তারা। প্রথম কোয়ালিফায়ারে হারলেও ফাইনালে যাওয়ার দ্বিতীয় সুযোগ পাচ্ছে সাকিব-সোহানদের নিয়ে গড়া রংপুর। অন্যদিকে এলিমিনেটর রাউন্ডে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট নিশ্চিত করে তামিম ইকবালের দল। আজ রংপুরকে হারাতে পারলে তামিমরা ফাইনালের টিকিট নিশ্চিত করবে। বুধবার রংপুর-বরিশালের মধ্যকার ম্যাচে দলীয় লড়াই ছাপিয়ে আলোচনায় ব্যক্তিগত দ্বৈরথ। মাঠের ক্রিকেটের বাইরে এখন নানা কিছুতে সাকিব-তামিমের মধ্যে চাপা লড়াই চলছে। লিগ পর্বে সাকিব আক্রমণে আসতেই প্রথম বলে আউট হয়েছিলেন তামিম। সাকিব স্বভাবসুলভ ভঙ্গিতে উদযাপন করেছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে সাকিব আউট হওয়ার পর দেখা গেলো তামিমকে বামহাতি অলরাউন্ডারের উদযাপন অনুকরণ করতে। এসব লড়াই ভক্ত, সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। স্টেডিয়ামের গ্যালারিতে এজন্য প্রতিপক্ষের দুয়োধ্বনিও শুনতে হচ্ছে তাদের। আজ সন্ধ্যা ৬টায় টস করতে নামবেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল এবং রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। এর ৩০ মিনিট পর শুরু হবে জমজমাট লড়াই। কে জিতবেন, জানতে অপেক্ষা করতে হবে আরও প্রায় তিন ঘণ্টা।

আলোকিত প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি-২৪/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here