আসাদুজ্জামান বাবু:
নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম ও জেলার সদর সার্কেল মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম এর দিকনির্দেশনায় জলঢাকা থানার ইনচার্জ, মোঃ মুক্তারুল আলম এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে জলঢাকা থানার বিশেষ টীম অভিযান পরিচালনা করেন। ২২ সেপ্টেম্ব শুক্রবার রাত আনুমানিক ২:৩০ মিনিটে নীলফামারীর জলঢাকার ০৩ নং বালাগ্রাম ইউনিয়নের পূর্ব বালা গ্রাম চন্ডী বাবুর পাকুরতলা সর্বজনীন দুর্গা ও হরি মন্দির এর সামনে হাতীবান্ধা হইতে জলঢাকা গামী পাকা রাস্তার উপর একটি হলুদ পিকআপ কে সিগন্যাল দিলে ওভারটেক করে যাওয়ার সময় অফিসার ফোর্সের সহায়তায় দুই জনকে আটক করা হয়। আটককৃত আসামি মৃত আব্দুস সাত্তার’র পুত্র মোহাম্মদ সামিনুর ইসলাম। গ্রামঃ ছোটখাতা চাপানি ও আসামি মোঃ-মাহবুবার রহমান পিতাঃ-মৃত আব্দুল জব্বার গ্রামঃগয়াবাড়ি শিলতলার ডাঙ্গা উভয় থানাঃ- ডিমলা জেলাঃ-নীলফামারী গণের দেখানো মতে বিশেষ কায়দায় সাদা প্লাস্টিকের বস্তায় মুখ বাধা অবস্থায় ট্রাকের বডি হতে ৪০০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল যাহার মূল্য অনুমান দশলক্ষ টাকা এবং ফেন্সিডিল পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। উক্ত আসামিদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং ২৮(৯)২৩ ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে, জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোক্তারুল আলম বলেন,৪০০ বোতল ফেনসিডিল সহ দুইজনকে আটক করা হয়েছে। এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন /২২ সেপ্টেম্বর ২৩/মওম
- Advertisement -