কালিহাতীতে পিকআপভ্যান উল্টে নিহত ৩ আহত ১৫

0
238
প্রতিনিধি,টাঙ্গাইল: 
টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপভ্যান উল্টে তিনজন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।  তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। বঙ্গবন্ধসেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম  এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের আনালিয়াবাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্বথানার এএসআই পলাশ জানান, জামালপুর থেকে পিকআপভ্যানে ২৫ থেকে ৩০ জনমিলে এনায়েতপুর  পীরের দরবারে যাচ্ছিলেন তারা ।  পথিমধ্যে বঙ্গবন্ধুসেতু মহাসড়কের আনালিয়াবাড়ি পৌঁছালে পিকআপভ্যানটি উল্টে যায় এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। আহত ১৬ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে গুরুতর আহত আরও একজনের মৃত্যু হয়েছে।  আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশ হস্তান্ত করা হবে।
আলোকিত প্রতিদিন/ ০১ মার্চ -২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here