সবুজ সরকার :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উপ-শহর এলেঙ্গাতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ফেস্টুন অপসারণের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৩ আগস্ট বুধবার সকাল সাড়ে ১১টায় কালিহাতী প্রেসক্লাবে উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং এলেঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত মোজাম্মেল হক খান জিন্নাহ্’র সহধর্মিণী রেজিনা আখতার এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে রেজিনা আখতার তার লিখিত বক্তব্যে বলেন, তিনি আসন্ন এলেঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এ কারণে দীর্ঘদিন যাবত এলেঙ্গা পৌর এলাকায় বিভিন্নভাবে গণসংযোগ করছেন। তার ধারাবাহিকতায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে গত ৩১ জুলাই রাতে এলেঙ্গা পৌরসভার সড়ক বিভাজনের মাঝখানে বৈদ্যুতিক খুঁটিতে এবং কলেজ মোড়স্থ গোল চত্বরে কিছু ফেস্টুন সাটান। ফেস্টুনগুলোতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের সকল শহীদ ব্যতীত অন্য কারো ছবি নেই। অতীব দুঃখের বিষয় গত ১ আগস্ট ওই ফেস্টুন সমূহ এলেঙ্গা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা সকাল ১১ টার দিকে খুলে ময়লা বহনকারী গাড়ীতে করে সরিয়ে ফেলে। যার স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ রয়েছে।
এসময় তিনি কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন এবং যাদের দ্বারা এই অপরাধটি সংগঠিত হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুল মান্নান তালুকদার, আব্দুল কাদের মিয়া, ইকবাল হোসেন তালুকদার, জয়নাল আবেদীন সরকার, আশরাফ হোসেন, মাছুদ তালুকদার, সংগ্রাম সরকার ও মোস্তাক সরকার প্রমুখ।
আলোকিত প্রতিদিন/ ০৩ আগস্ট ,২০২২/ মওম