বেশ কয়েক বল খেলেই সাকিব উচ্চস্বরে পুরনো বলে থ্রো ডাউন করতে বললেন। সাকিবের কথা মতো সেই কাজটিই করলেন বুলবুল-নাসিররা। পরে যুক্ত হন টিম ম্যানেজার নাফিস ইকবালও। কিছুক্ষণ থ্রো ডাউনের বিপক্ষে খেলে এরপর পেসারদের বিপক্ষেও চালিয়ে ব্যাট করতে দেখা গেছে সাকিবকে। সাকিব এতোটাই স্বাচ্ছন্দ্যে ছিলেন যে মোসাদ্দেককে লংঅন দিয়ে বিশাল এক ছক্কা হাঁকালেন। মুগ্ধ মোসাদ্দেকও হাততালি দিয়ে প্রশংসা করলেন সাকিবের। সবমিলিয়ে চট্টগ্রামের বেশ কয়েকজন নেট বোলারের পাশাপাশি সাইফউদ্দিনের বোলিংয়েও সাকিবের ব্যাটিংটা উপভোগ্যই ছিল। ব্যাটিং দেখে বোঝার উপায় নেই দুই সপ্তাহ পর ব্যাট ধরেছেন সাকিব। তবে এই মুগ্ধতা বেশিক্ষণ ছড়ায়নি। বাগড়া বাঁধায় বৃষ্টি। বাধ্য হয়ে ছাড়তে হয় ক্রিজ। তবে নেটে ৩৫ মিনিটের ব্যাটিং দেখেও আশায় বুক বাঁধা যায় চট্টগ্রাম টেস্টেই হয়তো পাওয়া যাবে সাকিবকে । শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে রবিবার। সাকিবের চট্টগ্রাম টেস্টে খেলা নির্ভর করছে তার ফিটনেস টেস্টের ওপর। যদিও প্রধান কোচ রাসেল ডমিঙ্গো স্পষ্ট জানিয়েছেন, শতভাগ ফিট হলেই কেবল খেলবেন সাকিব। অন্যদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাকিব খেলতে চাইলে তাদের কোনও আপত্তি থাকবে না। এখন দেখার বিষয় সাকিব একবেলা অনুশীলন করে পাঁচদিনের ক্রিকেটে নামার মতো কঠিন সিদ্ধান্ত নিবেন কিনা!
প্রসঙ্গত, ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন সাকিব। লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে চারটি ম্যাচ খেলার পর ব্যক্তিগত কিছু কাজ শেষে ফের যুক্তরাষ্ট্রে চলে যান দেশসেরা অলরাউন্ডার। এরপর বাংলাদেশ দল শ্রীলঙ্কা সিরিজে প্রস্তুতি শুরু করলেও সাকিব ছিলেন অনুপস্থিত। যুক্তরাষ্ট্রে থাকায় এই অলরাউন্ডার বাড়তি দুই দিনের ছুটি নিয়েছিলেন। সেই ছুটি শেষ করে মঙ্গলবার সকালে দেশে ফেরেন। দেশে ফেরার পর কোভিড প্রটোকল অনুযায়ী করানো হয় তার করোনা পরীক্ষা। পজিটিভ ফল আসে বাঁহাতি অলরাউন্ডারের। এরপর ৫ দিনের আইসোলেশনে চলে যেতে হয় সাকিবকে। কিন্তু তিন দিন পর করোনামুক্ত হয়ে দলের সঙ্গে যুক্ত হলেন তিনি।
আলোকিত প্রতিদিন/ ১৪ মে ,২০২২/ মওম