কালিয়াকৈরে প্রতিমা সাজানোর কাজে ব্যস্ত কারিগররা

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি কালিয়াকৈর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এ বছর ১২৮ টিরও বেশি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। শারদীয় দুর্গাপূজা কে  সামনে রেখে। প্রতিমা তৈরীর কাজে শেষ সময়ের ব্যস্ততা পার করছেন উপজেলার প্রতিমা কারিগরেরা। রাত দিন চলছে প্রতিমা তৈরীর কর্মযজ্ঞ। কিছুদিন পর প্রতিমার গাঁয়ে পরবে বিভিন্ন রঙের সাজ ও অলঙ্কার। উৎসবে মেতে উঠবে হিন্দু সম্প্রদায়ের লোকজন। ইতিমধ্যে প্রতিমা তৈরীর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি ও কারিগরকে বুঝিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। উপজেলার সোনাতলা, বোয়ালী,রঘুনাথপুর,  শ্রীপুর,ফুলবাড়িয়া,  সেওড়াতলী বলিয়াদী,সিন্দুরী আটাবহ সাদুল্লাপুর, চাপাইর, ভৌমিক পাড়া,  শিমুলতলী , , বড়ইবাড়ী, গোবিন্দপুর, হবুয়ারচালা, সফিপুর বাজারসহ বিভিন্ন মন্দিরের ভিতরে এখনই শোভা পাচ্ছে ছোট-বড় অনেক প্রতিমা। বাঁশ, কাঠ আর কাদামাটি দিয়ে তৈরি প্রতিমাগুলো দেখতে কিছুদিন পর ভিড় জমাবে হিন্দু সম্প্রদায়ের লোকজন। এদিকে উপজেলার পাল পাড়াসহ বিভিন্ন মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা সাজানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। কালিয়াকৈর উপজেলা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট উপজেলা শাখা কমিটির নির্বাহী৷ সভাপতি (অরুণ চন্দ্র বর্মন) বলেন, গত বছরের তুলনায় এ বছর বেশী সংখক দূর্গা পূজা অনুষ্ঠীত হবে। তিনি আরো বলেন, এই পর্যন্ত ১২৮ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠান হবে বলে জানা গেছে। যা গত বছরের তুলনায় ২৪ টি বেশি।
আলোকিত প্রতিদিন/ ০৬অক্টোবর,২০২১/ এইচ
- Advertisement -
- Advertisement -