আজ শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ ।   ১৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ

মৃত মৌজ আলীকে জীবিত করতে সময় লাগবে ১ মাস

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি, নেত্রকোণা :
নেত্রকোণা জেলার আটপাড়া গাভুরকাছ গ্রামের বাসিন্দা  মৌজ আলী গত ২৭/৬/২১ তারিখে ভোটার আইডি কার্ড নিয়ে আটপাড়া সমাজসেবা আফিসে নিজ ভোটার আইডি কার্ডের কপি জমা দিলে সমাজসেবা অফিসার আইডি কার্ড নাম্বার ভুল অথবা বয়স বাড়িয়ে আইডি করেছেন এমন কথা বলেন। তখন মূল আইডি কার্ডটি নিয়ে সমাজসেবা অফিসে যান। তিনি নির্বাচন অফিসে আইডি চেক করার কথা বলেন। নির্বাচন কমিশনে যাওয়ার পরে নির্বাচন অফিসার তাকে মৃত বলে ঘোষণা করেন। নির্বাচন কমিশন কর্মকর্তা লিখিত আবেদন রাখেন। দেখা যাচ্ছে মৌজ আলী মৃত। তিন মাস সময় লাখবে জীবিত করতে তাকে বলেন কামরুজামান নামে এক স্টাফ ।  মৌজ আলী নিজেকে মৃত দেখে কান্নায় ভেঙে পড়েন  এবং গণমাধ্যমের কাছে জানান। এ বিষয়ে নির্বাচন অফিসার নাজমুল হুদার সঙ্গে কথা বললে তিনি জানান, তথ্য সংগ্রহকারী ভুলের কারণে এমন হয় সিরিয়ালে একটি নাম্বার ভুল হলেই সে মৃত তালিকায় চলে যায়। তিনি জানান  ১ মাস সময় লাগবে তাকে জীবিত করতে। এখন মৌজ আলীর দাবি সে কিভাবে মৃত হল তার বিচার চান , তিনি আরো বলেন, করোনার টিকা নিতে গেলে আমাকে টিকা দেয়নি বলে আমার আইডি কার্ডের সমস্যা কিন্তু কি সমস্যা  আমি বুঝিনি। যার জন্য আমি টিকা নিতে পারিনি। এখন এই বৃদ্ধ বয়সে আমি সব কিছু থেকে বঞ্চিত হচ্ছি কেন কি তার অপরাধ জানতে চান তিনি।
আলোকিত প্রতিদিন/ ১ জুলাই, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -