চতুর্থ মেয়াদে ক্ষমতায় সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ

0
478

আন্তার্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয়ী হলেন  বাশার আল আসাদ। চতুর্থ বারে আবার সরকার গঠন করতে যাচ্ছে বাসার আল আসাদের দল। বুধবার (২৬ মে) সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে বিপুল ভোট পান আসাদ। সংসদীয় স্পিকার হামৌদা সাববাগ লাইভ কনফারেন্সে প্রেসিডেন্ট আসাদের জয় ঘোষণা করেন।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো বলছে ভোট অবাধ ও সুষ্ঠু হয়নি। বিরোধী দলগুলো  বলছে এ ভোট ছিল প্রহসনের ভোট। এবারের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদসহ তিনজন প্রার্থীর মধ্যে লড়াই হয়েছে। এ নির্বাচনে বাশার আল আসাদ চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন।

সিরিয়ায় ২০১১ সাল থেকে শুরু হয়েছে গণবিক্ষোভ। প্রায় ১০ বছর ধরে চলছে গৃহযুদ্ধ। ২০০০ সালে সিরিয়ার ক্ষমতা গ্রহণ করেন বাশার আল আসাদ। ২০১১ সালে আসাদের একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু হওয়ার পর তা সিরিয়াজুড়ে ছড়িয়ে পড়া ব্যাপক যুদ্ধে রূপ নেয়। এক দশক ধরে চলা এ যুদ্ধে কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া প্রায় এক কোটি ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

 

আলোকিত প্রতিদিন / সা হা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here