হরতালে যান চলাচল স্বাভাবিক

0
1044

নিজস্ব প্রতিনিধিঃ হেফাজত ইসলামের ডাকে সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, ব্যক্তিগত যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম চলাচল করতে দেখা গেছে।

আজ রবিবার (২৮ মার্চ) রাজধানীর পল্টন, শাহবাগ, নীলক্ষেত, এলিফ্যান্ট রোড, ধানমন্ডি, শুক্রাবাদ, শ্যামলী, কল্যাণপুর ও গাবতলী এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।

এসব এলাকা ঘুরে দেখা গেছে, সকাল ৬টা থেকে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যান চলাচল বাড়তে থাকে। তবে, অন্যান্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা কিছুটা কম দেখা গেছে।

এদিকে নাশকতা ঠেকাতে রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখা গেছে। তবে, এসব এলাকায় কোথাও হরতাল সমর্থনকারীদের দেখা যায়নি। অন্যদিকে, সকাল থেকে এসব এলাকায় প্রাইভেটকারের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম চলতে দেখা গেলেও বাস চলাচল স্বাভাবিক ছিল।

আলোকিত প্রতিদিন/ ২৮ মার্চ -২১ /এম.জে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here