ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আলী হোসেন, সাভার: সাভারে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু ও তার সহধর্মিণী করোনায় আক্রান্ত হওয়ায় তাদের দ্রুত আরোগ্য কামনায় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাভারের হেমায়েতপুর এলাকায় রোজ গার্ডেন রেস্টুরেন্টের উপরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সায়েম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়আমী স্বেচ্ছাসেবক লীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আশীষ কুমার মজুমদার। অনুষ্ঠানে বক্তারা করোনায় আক্রান্ত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু ও তার সহধর্মিণী’র রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন। সভাপতির বক্তব্যে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সায়েম মোল্লা বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে সুসংগঠিত করার জন্য এবং করোনা ভাইরাসের সংকটকালীন সময়ে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা থেকে শুরু করে তাদের সর্ব প্রকার সহযোগীতা করে আসছেন কেন্দ্রীয় নের্তৃবৃন্দ। বর্তমানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু ও তার সহধর্মিণী করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। আমরা দ্রুত তাদের রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছি। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু রতন সাহা, সাংগঠনিক সম্পাদক জাহিদ মিয়া, তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রাশেদ মোল্লা প্রমুখ।

 

আলোকিত প্রতিদিন/১০ সেপ্টেম্বর’২০/এসএএইচ

 

- Advertisement -
- Advertisement -