প্রতিনিধি, সাভারঃ সাভারে বন্যার্ত ও সমাজের অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে সাভার সদর ইউনিয়নের নামা গেন্ডা এলাকায় প্রায় কয়েক’শ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। এদিকে সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বলেন,বন্যায় সাভার সদর ইউনিয়নের এক ও নয় নং ওয়ার্ডেও প্রায় সাত শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সকল ক্ষতিগ্রস্ত মানুষকে তিনি বন্যা শুরু থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছেন। ত্রাণ বিতরণ শেষে ইউপি চেয়ারম্যান নামা গেন্ডা এলাকায় কর্ণপাড়া খালের উপর বটতলা এলাকায় একটি নির্মাণাধীন ব্রীজের কাজ পরিদর্শন করে মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে সংশ্রিষ্ট কর্মকর্তাদের দ্রুত ব্রীজটি নির্মাণের নির্দেশ দেন। ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/১৬ আগস্ট’২০/এসএএইচ