হরিরামপুরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জের হরিরামপুরে করোনাকালীন ক্রান্তিকালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলার বন্যা দুর্গত ধুলশুড়া ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, এক কেজি মসুর ডাল, এক কেজি লবণ, এক কেজি চিনি, দুই কেজি চিড়া, এক লিটার সয়াবিন তেল, এক প্যাকেট নুডলস ও ১০টি করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন’, “বন্যার কারণে কেউ যেন খাবারে কষ্ট না পায়। এটা ত্রাণ নয়, প্রধানমন্ত্রীর উপহার। তিনি আরও জানান, নদী ভাঙনে যাদের বাড়ি ঘর ভেঙে গেছে তাদের ঘর করে দেওয়ার জন্যও নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে এ সময় নদীভাঙনে বসতবাড়ি হারানো পরিবারের তালিকা তৈরি করারও নির্দেশনা দেন তিনি। খাদ্যসামগ্রী বিতরণকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলী, মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, ধুলশুড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জায়েদ খান ও ওয়ার্ড সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

আলোকিত প্রতিনিধি/১৪ আগস্ট’২০/এসএএইচ

- Advertisement -
- Advertisement -