সংবাদদাতা, ফুলবাড়ী(কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর কলেজমোড়- খড়িবাড়ী সড়কে দুর্ঘটনায় আহত শিশু লিমন মিয়া (৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বাক-প্রতিবন্ধী শিশু লিমন মিয়া উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার কাশিপুর কলেজ মোড় থেকে খড়িবাড়ী যাওয়ার পথে একটি অটো বাইকের ধাক্কায় শিশু লিমন গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করায়। কিন্তু তার অবস্থার অবনতি হলে দ্রুত সেখান থেকে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ জুলাই) রাত ৯ টায় মারা যায় শিশু লিমন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, অভিযোগ পেলে অটো বাইক চালকের বিরুদ্ধে আইনাণুগ ব্যবস্থা নেয়া হবে।
আলোকিত প্রতিদিন/৩০ জুলাই’২০/এসএএইচ