সংবাদদাতা,গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্লাপুরে ব্যাটারী চালিত ইজিবাইকের ধাক্কায় আনোয়ারুল ইসলাম (৪০) নামে এক মিস্ত্রী নিহত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকালে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারুল কুঞ্জমহিপুর গ্রামের আব্দুল মিয়ার ছেলে। এলাকাবাসী বলেন সাদুল্লাপুর-ঠুটিয়াপকুর রাস্তায় শুকরা মিয়া নামে এক ব্যাটারী চালিত ইজিঅটোবাইক চালক যাত্রী নিয়ে মাদারহাটের দিকে যাচ্ছিল। এসময় কুঞ্জমহিপুর এলাকায় টিনে বেড়া মাথায় নিয়ে হেঁটে আসা আনোরুলকে ধাক্কায় দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আনোয়ারুল ইসলাম মারা যায়। নিহত আনোয়ারুল ইসলাম পেশায় টিনসেড ঘর তৈরীর মিস্ত্রী (কাঠ মিস্ত্রী) ছিলেন।
আলোকিত প্রতিদিন/১৯ জুলা’২০/এসএএইচ