মানিকগঞ্জে করোনায় স্বাস্থ্যকর্মীসহ আরও ১৬ জন আক্রান্ত

0
350

প্রতিনিধি,মানিকগঞ্জঃ মানিকগঞ্জে ৩ স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৬৪ জনে। শনিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে সিভিল সার্জন অফিসের ডা. রফিকুন্নাহার বন্যা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলায় ৩ স্বাস্থ্যকর্মীসহ নতুন ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭ জন, সিংগাইর উপজেলায় ৪ জন, শিবালয় উপজেলায় ২ জন এবং হরিরামপুর উপজেলায় ৩ জন রয়েছেন। তিনি আরো জানান, শুধু ১৫ জুলাইয়ে পাঠানো ৬৩ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। নতুন ফলাফলের মধ্যে ১৬ জনের করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে ৩ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। স্বাস্থ্যকর্মীদের মধ্যে মানিকগঞ্জ সদর, শিবালয় ও হরিরামপুর উপজেলার একজন রয়েছেন।

 

আলোকিত প্রতিদিন/১৯ জুলাই’২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here