দেশে করোনায় প্রাণ হারালো আরও ৩৩ জন, শনাক্ত ৩৫৩৩

0
342

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ৩ হাজার ৫৩৩ জন শনাক্ত হয়েছেন। ফলে এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জনে। গত ২৪ ঘণ্টায় দেশে ভাইরাসটিতে আক্রান্তদের মধ্যে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৪৫৭ জনে। বুধবার (১৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। দেশের বিভিন্ন ল্যাবরেটরিতে পরিক্ষার তথ্য তুলে ধরে তিনি জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৩০৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৪ হাজার দুইটি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯ লাখ ৮০ হাজার ৪০২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৫৩৩ জন। ফলে এ নিয়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ২৩ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৭৫ শতাংশ। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৯৬ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ পাঁচ হাজার ২৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় যে ৩৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৭ জন এবং নারী ৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ২৭ শতাংশ। বুলেটিনে আরও জানানো হয়, দেশে করোনায় এ পর্যন্ত এক হাজার ৯৪০ জন পুরুষ এবং ৫১৭ জন নারী মৃত্যুবরণ করেছে। দেশে মৃত্যুরহার পুরুষ ৭৮ দশমিক ৯৬ শতাংশ এবং নারী ২১ দশমিক শূন্য ৪ শতাংশ। ২৪ ঘণ্টায় যে ৩৩ জনের মৃত্যুর হয়েছে তাদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ত্রিশোর্ধ্ব ৩জন, চল্লিশোর্ধ্ব ৫জন, পঞ্চাশোর্ধ্ব ১০ জন, ষাটোর্ধ্ব ৭জন, সত্তরোর্ধ্ব ৫জন ও ৮০ বছরের বেশি বয়সী দুইজন রয়েছেন। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৩৩ জনের মধ্যে ১৬ জন ঢাকা বিভাগের, ৭ জন চট্টগ্রাম বিভাগের, দুইজন রাজশাহী বিভাগের, ৫জন খুলনা বিভাগের এবং ৩জন রংপুর বিভাগের। মৃত্যুবরণকারী ৩৩ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৭ জন এবং বাসায় ৮ জন।

 

আলোকিত প্রতিদিন/১৫ জুলাই’২০/এসএএইচ

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here