সংবাদদাতা,জয়পুরহাটঃ জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া কদমতলী ব্রীজের নিকট থেকে রুবেল হোসেন ডালিম নামের এক শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের খবরের ভিত্তিতে বুধবার (১৫ জুলাই) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, মাদকদ্রব্যের ভাগবাটোয়ারা নিয়ে মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীন গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ভুটিয়াপাড়া কদমতলী ব্রীজের নিকট যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেলেও সেখানে রুবেল হোসেন ডালিম নামের ঐ মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তলসহ বেশকিছু মাদকদ্রব্য উদ্ধার করে। নিহত ডালিমের বিরুদ্ধে জয়পুরহাট থানায় হত্যা, অপহরণ ও মাদকদ্রব্য আইনে ৮টি মামলা রয়েছে। তবে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত ৮টায় খাসপাহনন্দা মিশন এলাকার তার দোকান থেকে তাকে বেশ কয়েকজন এসে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে সকালে খবর পাই তার লাশ হাসপাতাল মর্গে আছে। এ ব্যাপারে পুলিশ সুপার সালাম কবির জানান, ডালিম এলাকার মাদকের গডফাদার ও শীর্ষ সন্ত্রাসী ছিলো তাদের অভ্যন্তরীন গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ফাকা গুলি করে পুলিশ ঘটনাস্থল নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল থেকে ডালিমের মৃতদেহসহ বিদেশী পিস্তল ও বেশকিছু ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করে।
আলোকিত প্রতিদিন/১৫ জুলাই;২০/এসএএইচ