সংবাদদাতা,ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের পক্ষথেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিদায় সংবর্ধনাসহ সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউট হল রুমে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু’র সভাপতিত্বে এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সালাম চৌধুরীর বিদায় সংবর্ধনাসহ সম্মাননা প্রদান করা হয়। ফুলবাড়ী প্রেসক্লাবের কার্যকরী সদস্য দৈনিক সংবাদের প্রতিনিধি আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সালাম চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য দৈনিক দেশ মা প্রকাশক শিল্পপতি রাজু কুমার গুপ্ত, ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি হারুন উর রশীদ, সহ-সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক আফরোজ জাহান সেতু, কোষাধ্যক্ষ আনন্দ কুমার গুপ্ত, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ, প্রচার সম্পাদক আল হেলাল চৌধুরী, দপ্তর সম্পাদক আল আমিন বিন আমজাদ, সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন, কার্যকরী সদস্য আল মানুম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শেষে ফুলবাড়ী প্রেসক্লাবের পক্ষথেকে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সালাম চৌধুরীকে পৃথক ফুলের শুভেচ্ছাসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আলোকিত প্রতিদিন/১২ জুলাই’২০/এসএএইচ