প্রতিনিধি,সাভারঃ আশুলিয়ায় এক ব্যবসায়ীর কাছে চাঁদাবাজীর অভিযোগে সোহাগ নামের কথিত এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) রাতে বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আশুলিয়া থানার উপ পরিদর্শক সুদীপ কুমার গোপ বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগ সূত্রে জানা জায়, আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকায় রাকিব শেখ নামের এক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ রিক্সার গ্যারেজের ব্যবসা করে আসছে। তবে বেশ কিছু দিন যাবৎ একই এলাকার কথিত যুবলীগ নেতা তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। এছাড়াও গ্যারেজে থাকা প্রতি রিক্সার জন্য প্রতিদিন ৩০টাকা করে চাঁদা দিতে হবে বলেও হুমকি দেয়। এছাড়াও টাকা না দিলে তাকে প্রাণ নাশের হুমকি দেয় সোহা ও তার লোকজন। পরে এ ঘটনায় ওই ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। সূত্র জানায়, কথিত ওই নেতা আশুলিয়া থানা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মঈনুল ভুইয়ার সহযোগী এবং তার সাথে যুবলীগের বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করে বলে জানা গেছে। এছাড়াও এলাকায় ডিস ব্যবসা দখল ও সন্ত্রাসী কর্মকান্ডেরও অভিযোগ রয়েছে সোহাগের বিরুদ্ধে। যুবলীগ নেতার ছত্রছায়ায় তিনি এসব করেন বলে অভিযোগ রয়েছে। বিষটি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এস আই) সুদীপ কুমার গোপ বলেন, চাদাবাজীর অভিযোগে সোহগকে আটক করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/৯ জুলাই’২০/এসএএইচ