বীরগঞ্জের পঁচিশমাইলে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত, আহত-১০

0
393

শাহিনুর ইসলাম,বীরগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার পঁচিশ মাইল বাজারে সড়ক এ দুর্ঘনায় দুই মহিলা ও দুই শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শি ও পুলিশ সূত্রে জানা গেছে, আসমা বেগম (৫০), স্বামী আবুল হোসেন গ্রাম-মুড়িয়ালা, নার্গিস (৩০) স্বামী-আতিয়ার গ্রাম-মুড়িয়ালা, নায়িম (১২) পিতা ঈদ্রিস আলী গ্রাম-ভাবকী, লানিয়া (০৮) পিতা-সোহান গ্রাম-দেবীপুর ও রিক্সা-ভ্যান চালক অজ্ঞাত পরিচয় (২৮) উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল মুড়িয়ালা গ্রাম থেকে একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রনগাঁও গ্রামে অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে পঁচিশ মাইল বাজারে পঞ্চগড় থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটি-ঢাকা মেট্রো- ব ১১-২১৫৩ নম্বর গাড়িটি বেপরোয়াভাবে ভ্যানের উপর তুলে দিলে ঘটনাস্থলেই ২ মহিলা ও ২ শিশু নিহত হয়। মুমুর্ষ অবস্থায় রিক্সা-ভ্যান চালক অজ্ঞাত পরিচয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। সংবাদ পেয়ে বীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারেশ, ওসি আব্দুল মতিন প্রধান, হাইওয়ে পুলিশের ওসি শামসুজ্জামান নুর ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে ও সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে সহায়তা করেন। ঘাতক বিআরটিসি বাস চালক, সুপার ভাইজার ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। এখন পর্যন্ত পর্যন্ত লাশগুলে ঘটনাাস্থলে ফায়ার সার্ভিসের কর্মিদের হেফাজতে রয়েছে।

 

আলোকিত প্রতিদিন/৬ জুলাই’২০/এসএএইচ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here