চীন ভারত উত্তেজনা, আলোচনায় ভারতের ‘আইএনএস কামোর্তা’

0
376

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীনের সম্পর্ক। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। এরই মধ্যে আলোচনায় এসেছে ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম অ্যান্টি সাবমেরিন রণতরী ‘আইএনএস কামোর্তা’। আইএনএস কামোর্তা প্রথম ভারতীয় যুদ্ধজাহাজ যা তৈরি হয়েছে কার্বন ফাইবার সমৃদ্ধ প্লাস্টিক দিয়ে। দেশটির নৌ বাহিনীর ‘ডিরেক্টরেট অফ নেভাল ডিজাইন’-এর নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধজাহাজ ছোট মিসাইল বহনে সক্ষম। সাবমেরিন ধ্বংস করতে পারে এমন একটি হেলিকপ্টারও বহন করতে পারবে এই জাহাজ। যুদ্ধজাহাজটি ভারতীয় নৌবাহিনীর কামোর্তা ক্লাসের করবেট শ্রেণীর জাহাজ। ২০০৬ সালের নভেম্বর মাসে এটির নির্মাণকাজ শুরু হয়েছিল। কিন্তু এখন ভারতীয় ভুখন্ডে নজরদারি চালাতে ব্যস্ত রয়েছে এই যুদ্ধ জাহাজ। একেবারে সামরিক যুদ্ধাস্ত্রে সজ্জিত এটি। ২৮০০ কোটি টাকা ব্যয়ে তৈরি ৩২ নটিক্যাল মাইল গতিবেগের আইএনএস কামোর্তা সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক সাবমেরিন ধ্বংসকারী যুদ্ধ জাহাজ। ১১০ মিটার দৈর্ঘ্যের যুদ্ধ জাহাজে রয়েছে টোড অ্যারে ডিকয় সিস্টেম(আটিডিএস)।

 

আলোকিত প্রতিদিন/৬ জুলাই’২০/এসএএইচ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here