গাইবান্ধায় ভূতুরে বিদ্যুৎ বিল এবং গ্রাহক হয়রানী বন্ধের দাবীতে মানববন্ধন

0
301

সংবাদদাতা,গাইবান্ধাঃ গাইবান্ধায় ভূতুরে বিল প্রদান করে গ্রাহকদের পকেট কেটে টাকা নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতি। রবিবার (৫ জুলাই) সকালে শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সেচপাম্প মালিক সমিতি ও ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশনেন। এসময় বক্তারা বলেন, দীর্ঘদিনধরে অতিরিক্ত বিদ্যুৎ বিল চাপিয়ে মানুষের অর্থ লুটে নেয়ার পাশাপাশি এবার গ্রাহকদের কাঁধে চাপানো হয়েছে ভূতুরে বিলের বোঝা। ভূতুরে বিল অনুসন্ধানে গঠিত টাস্কফোর্সে প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট ও গ্রাহক প্রতিনিধি রাখার দাবী জানিয়ে বক্তারা আরও বলেন, গাইবান্ধা বিদ্যুৎ বিভাগের অসাধু কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘদিনধরে সেচপাম্প মালিকদের কাছ থেকে কয়েকগুন বিল আদায় করছে, তারা প্রতিটি সেচপাম্পে মিটার স্থাপনের মাধ্যমে বিল ও জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা খোলা তার ও বাঁশের খুটিতে বিদ্যুৎ সংযোগের নামে মৃত্যু ফাঁদের পরিবর্তে স্ট্যান্ডার্ড বৈদ্যুতিক সংযোগ নির্মাণের দাবী জানান। পরে তারা ছয় দফা দাবীতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

 

আলোকিত প্রতিদিন/৫ জুলাই’২০/এসএএইচ 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here