সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধায় আরও ৮ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত ব্যাক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫৫ জনে। শনিবার (২৭ জুন) নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জে ৬ ও গাইবান্ধা সদর উপজেলার ২ জন রয়েছে। গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। গাইবান্ধায় করোনা আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলায় ১২০ জন, গাইবান্ধা সদরে ৩৭, ফুলছড়িতে ৮, সাঘাটায় ১৬, পলাশবাড়ীতে ২৮, সুন্দরগঞ্জে ১৮ এবং সাদুল্লাপুর উপজেলায় ২৮ জন রয়েছে। করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৮১ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ১৬৫ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৯ জন। তাদের মধ্যে গোবিন্দগঞ্জে ৪, গাইবান্ধা সদরে ১, সাদুল্লাপুরে ১, পলাশবাড়ীতে ২ এবং সুন্দরগঞ্জ উপজেলার ১ জনের মৃত্যু হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৮ জুন’ ২০/এসএএইচ