সংবাদদাতা,কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় সদরচালা এলাকায় বন বিভাগের দখলকৃত কোটি টাকার জমি উদ্ধার করেছে বনকর্মকর্তারা। গত শুক্রবার (২৭ জুন) সকালে বন বিভাগের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত জমির মূল্য ১কোটি ৪০ লক্ষ টাকা হবে বলে রেঞ্জকর্মকর্তা জানায়। উপজেলার সদরচালা(টাওয়ার মার্কেট) এলাকার মোঃ দেলুয়ার হোসেন (ঢালু) ও তার ছেলে মোঃ সাখাওয়াত হোসেন কৌচাকুড়ি মৌজার সরকারীর গেজেটভুক্ত বনভূমি সি,এস নং-১৫০৬, আর এস দাগ নং-৩২৬৯ কালিয়াকৈর রেঞ্জে মৌচাক বন বিটের জমি জবর দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে আসছিলো। এমন সংবাদ পেয়ে কালিয়াকৈর রেঞ্জের কর্মকর্তা একে এম আজাহারুল ইসলামের নেতৃত্বে মৌচাক, চন্দ্রা, রঘুনাথপুর, বাড়ইপাড়া বিটের বনের উপকার ভোগীদের সাথে নিয়ে ওই স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে উদ্ধারকৃত জমির পরিমান ১০ শতক যাহার বাজার মূল্য ১কোটি ৪০ লক্ষ টাকা হবে বলে রেঞ্জকর্মকর্তা জানায়। উদ্ধার অভিযান পরিচালনাকারী রেঞ্জ কর্মকর্তা একে এম আজাহারুল ইসলাম আরও জানান , কালিয়াকৈর রেঞ্জের সংরক্ষিত বনভূমি জবরদখলকারী কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/২৭ জুন’ ২০/এসএএইচ