দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু আরও ৪০, আক্রান্ত ৩৮৬৮

0
363

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনা (কভিড-১৯) ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৩ হাজার ৮৬৮ জন। ফলে এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লক্ষ ৩০ হাজার ৪৭৪ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪০ জন।এতে ভাইরাসটিতে মারা গেলেন ১ হাজার ৬শত ৬১ জন। দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ শুক্রবার (২৬ জুন) ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান। ব্রিফিংয়ে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৩৮ জন জন। সব মিলিয়ে সুস্থ ৫৩ হাজার ১৩৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের জন্য ১৮ হাজার ৪৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৬৮ জন। আজকের ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা ৬৬টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বলেন, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ২৭৫টি নমুনা সংগ্রহ করা হয়।এর মধ্যে পরীক্ষা করা হয় ১৮ হাজার ৪৯৮টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ছয় লাখ ৯৬হাজার ৯৪১টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৮৬৮ জনের মধ্যে। শনাক্তের হার ২০ দশমিক ৯১ শতাংশ। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো এক লাখ ৩০ হাজার ৪৭৪ জনে।

 

আলোকিত প্রতিদিন/২৬ জুন’২০/এসএএইচ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here