সংবাদদাতা,গাইবান্ধা: কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রসহ সকল নদ-নদীর পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চল ও অপেক্ষাকৃত নীচু এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার নীচু বাড়িঘরে ইতিমধ্যে পানি উঠেছে। গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর ইউনিয়নসহ নদীর তীরবর্তী ও চরাঞ্চল, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, কঞ্চিবাড়ী, চন্ডিপুর ও শ্রীপুর ইউনিয়নের নদীর তীরবর্তী ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। অব্যাহত পানি বৃদ্ধির ফলে সার্বিক বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। পানি বৃদ্ধির সঙ্গে ফুলছড়ি উপজেলার সৈয়দপুর পাকারমাথা,কেতকীরহাট,উড়িয়া, বালাসিঘাট ও সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের পুটিমারি এলাকাসহ জেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। বালসিঘাট এলাকায় জিও ব্যাগ দিয়ে ভাঙ্গন রোধে করার চেষ্টা করা হচ্ছে।
আলোকিত প্রতিদিন/২৬ জুন ‘২০/এসএএইচ