কলাপাড়ায় করোনায় আক্রান্ত আরও ৩ জন, মোট ১৯

0
371

সংবাদদাত,কলাপাড়া (পটুয়াখালী): কলাপাড়ায় নতুন করে আরও দুই পুলিশ সদস্য ও শারমিন নামে এক মহিলা করোনায় আক্রান্ত হয়েছেন। ১৩ জুন ও ১৯ জুন তাদের করোনা উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পাঠালে বৃহস্পতিবার (২৫ জুন) রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে কলাপাড়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ জনে। এ বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ। শারমিনের বাসা নাইয়াপট্রি তিনি করোনায় নিহত পারভেজের ছোট ভাই রিয়াজের স্ত্রী এবং পুলিশ সদস্য দু’জন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ফারির সদস্য হিসেবে কর্মরত। বর্তমানে তারা তিনজনই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন এবং তারা সুস্থ্য রয়েছেন বলেও জানা গেছে। কলাপাড়ায় এখন পর্যন্ত ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যুবরণ করেছে ২ জন এবং  সুস্থ্য হয়েছেন ২ জন ।

 

আলোকিত প্রতিদিন/২৬ জুন’ ২০/এসএএইচ

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here