সংবাদদাতা,বগুড়াঃ বগুড়াসহ দেশের ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারি সচিব শেখ রাসেল হাসান এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোঃ জিয়াউল হক কে বগুড়ায় জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বর্তমান জেলা প্রশাসক (ডিসি) ফয়েজ আহাম্মদ ২০১৮ সালের ৯ অক্টোবর যোগদান করেন। এর আগে তিনি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর একান্ত সচিব পদে কর্মরত ছিলেন। গত ৫জুন তিনি যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন।
আলোকিত প্রতিদিন/২৫ জুন’২০/এসএএইচ