কালীগন্জে বালু নদী থেকে তরুনীর লাশ উদ্ধার

0
303

সংবাদদাতা,কালীগঞ্জ (গাজীপুর): গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নগরভেলা গ্রাম সংলগ্ন বালু নদী থেকে অজ্ঞাত এক তরুণীর (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নিহতের লাশ উদ্ধার করা হয়। সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাছেদ মিয়া। নিহত তরুণীর নাম পরিচয় পাওয়া যায়নি। কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাছেদ মিয়া বলেন, অজ্ঞাত ওই তরুণীর লাশ বালু নদীতে ভাসতে থাকা অবস্থায় স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে সন্ধ্যা পৌণে ছয়টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরনে চেক সালোয়ার ও লালচে রংয়ের জামা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ৪ থেকে ৫ দিন আগে লাশটি নদীতে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত তরুণীর শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

আলোকিত প্রতিদিন/২৫ জুন’২০/এসএএইচ

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here