ঘিওরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

0
552

নিজস্ব প্রতিবেদকঃ মানিকগঞ্জের ঘিওরে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন ঘিওর উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ বুধবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঘিওর-বরংগাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর একটি বিক্ষোভ মিছিলও করেন নেতাকর্মীরা। মিছিলটি ঘিওর বাজার এলাকা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন। চলতি মাসের ২২ জুন, কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিনে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক, কোয়াবের সভাপতি এবং বিসিবির পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে আরিচা ঘাটের কাছে নদী ভাঙ্গন ঠেকানো, বালু উত্তোলন, বালু ব্যবসা, নৌকার মাঝিদের কাছ থেকে চাঁদাবাজির,দৌলতপুর উপজেলায় চাকরীর কথা বলে টাকা আত্তসাত সংবাদ প্রকাশিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব প্রতিবাদ কর্মসূচি থেকে বলেন, নাঈমুর রহমান দুর্জয় সততা ও নিষ্ঠার সাথে উন্নয়ন কাজ করে যাচ্ছেন। এখন যা দৃশ্যমান দেখা যাচ্ছে। এতে স্বার্থান্বেষী মহন তার বিরুদ্ধে হাট, বাজার ইজারা, চাকুরী দেয়াসহ নানাবিধ অনিয়মের অভিযোগ আনছে যা মিথ্যা। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিয়া মিন্টু  বলেন, কালের কন্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় যে নিউজ ছাপা হয়েছে আসলেই এটা ন্যাক্কারজনক ঘটনা ,কি কারণে ছাপা হয়েছে তার সঠিক কারণও ব্যাখ্যা করা হয়নি, এছাড়াও খেয়াঘাট বরাদ্দ, খাস জমি ইজারা, ব্রিক ফিল্ডের মাটি সাপ্লাইসহ ভেকু দিয়ে মাটি উত্তোলণ করার কথা বলা হয়েছে কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় যা ঠিক না। আমরা তার প্রতিবাদ ও ঘৃণা জানাই। ঘিওর উপজেলার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বাবু গৌরাঙ্গ কুমার ঘোষ বলেন, বিভিন্ন ব্যাক্তির কাছ থেকে টাকা নেয়া, ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত এমন সংবাদ ভিত্তিহীন । আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং এমন সংবাদ প্রকাশের সাথে জড়িতদের শাস্তি কামনা করি। মানববন্ধন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

আলোকিত প্রতিদিন/২৪ জুন’২০/এসএএইচ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here