সংবাদদাত,সুন্দরগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার সুন্দরগঞ্জে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণের লক্ষ্যে পাট চাষীদের মাঝে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদ মাঠে পাট অধিদপ্তরের আওতাধীন ২০১৯-২০ অর্থ বছরের বরাদ্দ থেকে প্রকল্পভূক্ত ২’শ ৭০ জন পাট চাষীকে ১২ কেজি করে সার বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্যাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মাইদুল হক বীর, ইউপি সচিব আলতাফ হোসেন প্রমূখ। উল্লেখ্য, পাট চাষীদের প্রত্যেককে টিএসপি ৩, এমওপি ৩ ও ইউরিয়া ৬ কেজি করে মোট ১২ কেজি রাসায়নিক সার দেয়া হয়।
আলোকিত প্রতিদিন/২৩ জুন’২০/এসএএইচ