প্রতিনিধি,মানিকগঞ্জঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা এলাকা থেকে শেফালী রাণী শীল (২০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। শেফালী রাণী শীল ওই এলাকার রুবী শীলের মেয়ে। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, সকালে স্থানীয়দের দেয়া খবরের উপর ভিত্তি করে নিজ বাড়ি থেকে শেফালী রাণী শীল নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। শেফালী রাণী শীল মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন বলে জানান তিনি।
আলোকিত প্রতিদিন/২৩ জুন’২০/এসএএইচ